কষ্টগুলো বাঁধানো এই বুকের ফ্রেমে,
অপেক্ষমান বিষাদ নীল এক চিঠির খামে।
চোখের পাতা খুলেই দেখি নষ্ট ভোরে,
কবর আঁধার দিনের আলোয় ভরদুপুরে।
যে দিনগুলো মরে গেছে মরার মত,
রেখে গেছে বুক পাঁজরে অনেক ক্ষত।
নষ্ট স্মৃতির ভাঙা নায়ের ছেঁড়া পালে,
নষ্ট মানুষ সেই পুরোনো আগুন জ্বালে !
কষ্টগুলো যায় না মোছা অশ্রু জলে,
কষ্ট রানীর কৃষ্ণ কাঁটা বুকের তলে !
তবু হাঁটি ভাঙা পায়ে ছেঁড়া জুতোই,
জাহান্নামের আগুন মাখা সেই বুকে শুই !
দিব্যি আছি মানুষ পশুর আস্তাবলে,
অসভ্যতার চরের চিহ্ন প্রিয় গালে !
দিন চলে যায় দিনের মত, রাতের মত,
সারমেয়দের লেজের মত অনুগত।
মানুষগুলো মানুষ নামের আইডি নিয়ে,
হাঁটছে দেখি মানুষ নহে, পশুর পায়ে।
কষ্টগুলো কষ্ট রঙে, কষ্টে আঁকি,
শূন্য চোখে সুদূর শূন্যে চেয়ে থাকি !
১০/০১/২০