সাক্ষী দুচোখ একাত্তরের
----------------------------------
সোহেল মাহমুদ
সাক্ষী দুচোখ একাত্তরের রক্তে রাঙা ভোর,
ধর্ষিতা বোন দেবশ্রী ও বেগম কোহিনূর।
সাক্ষী দুচোখ বারুদ পোড়া যুদ্ধাহত বাপ,
আজরাইলের সঙ্গে করা দুঃসহ সংলাপ!
সাক্ষী দুচোখ শান্তিপ্রিয় মানুষকে হত্যার,
ভুট্টো এবং ইয়াহিয়া পাষন্ড কুত্তার!
সাক্ষী দুচোখ শান্ত মায়ের সশস্ত্র সন্তান,
অগণিত বীর শহীদের খোলা গোরস্থান!
সাক্ষী দুচোখ ছেলেহারা মায়ের চোখের পানি,
অবলীলায় জীবন দানের অপূর্ব মাস্তানি!
সাক্ষী দুচোখ নাম না জানা লাশের পরে লাশ,
রাম রহিমের রক্তধারার অবাক সহবাস!
সাক্ষী দুচোখ বাংলা মায়ের দুর্বিনীত ছেলে,
শিকল ভাঙার অভিপ্রায়ে জীবন নিয়ে খেলে।
সাক্ষী দুচোখ চন্দনা'দির সতীত্ব ভাঙচুর,
সাক্ষী দুচোখ আনজু আপার দুঃসহ মৃত্যুর!
১০/০৪/২০২৩