নগ্ন জলের শরীরে নারকীয় রোদের কামিজ,
দু'চোখে লুকানো বরফেরা ক্রন্দনে শুষ্ক উঠোন।
আলজিহ্বায় চুমুর কাঁটা, দহনের লাল বীজ,
বরেণ্য দেবতার সাগরেদ জনান্তিকে, সুনিপুণ-
চিতার আগুনে আঁকে- দগ্ধতায় ভস্মিভূত বোধ।
বোবা মাটির ভাস্কর্যে নৈসর্গিক শোকের মাতম,
আকরিক চেতনার ভ্রূণে উদগত জন্মের ক্রোধ
পেসক্রিপশনে লুকানো আয়ুর অসুখ আজো অক্ষম।
ঈশ্বরের পেয়ালায় ঘুরে আজন্ম কান্নার জল,
পৃথিবীর মানুষের ঠোঁটে নিবিষ্ট তাঁহার জিকির।
তৃষ্ণায় চৌচির তিতাসের ঢেউয়ে দ্রোহের তরল-
বারুদ। দাসত্বের আগুনে পোড়া প্রত্যঙ্গের ভিড়।
অর্থহীন শব্দে পুঞ্জিভূত আকাশের অভিধান,
অনুবাদহীন আজও নিপীড়িত মানুষের গান।
২৬/০৪/২০২৪