অভিসম্পাদ দেব না, এই ভেবে যদি
ব্যবচ্ছেদ করে কেউ যাপিত প্রত্যয়,
বিষাদের জলে চোখ হয়ে যাবে নদী,
ভুল বুকে ঢেলে দেয় মরণের ভয়!
রাশি রাশি অমানিশা অবনীর চোখে,
আলোর ফসল বুনে চাষী জোনাকিরা।
রাতের শাবক তবু ঘোর অবরোধে,
ঘিরে ফেলে প্রভাতের শিরা উপশিরা।
সময়ের ঘড়ি খেলে নিদারুণ খেলা,
ডানা কাটা অভিলাষ কফিনে ঘুমায়।
অভিমান বুক ছিঁড়ে টেনে তুলে ফেলা,
এজীবন পুড়ে পুড়ে শ্বশানের ছাই।
হৃদয় কবরে আজও সীমাহীন কালো,
জেগে ওঠো মৃতবৎ নক্ষত্রের আলো।
২৩/০৯/২০২৩