ওড়নার কাফনে ঢেকে যমজ পৃথিবী
মনের ঘনত্ব মাপো চোখের দূরবীনে।
খোদিত বুকের গর্তে অন্ধ বুদ্ধিজীবী
এখনো সময় কেনে বিবস্ত্র দুর্দিনে।
কামিজের ফুলে গন্ধ খুঁজিনি যদিও
চোখের সমুদ্রে ডুব দেয়া হয়নি কভু।
৮০০ কোটি মানুষের মিছিলে একজনও
কখনো বলেনি চিরতরে তোর হবো।
এভাবেই গেছে হিসেবের পাতা ছিঁড়ে
দ্রোহের কলমে লিখি নাই পরাজয়।
অগণিত চোখ, শত অধরের ভিড়ে
দয়িতার চুমু হয়ে উঠবই উঠবই!
রাতের আয়নায় দেখি সমাগত দিন
পরিশোধ করে যাব প্রণয়ের ঋণ।
১৩/১০/২০২৪