চামড়া ছিঁড়ে সেলাই করি জুতো,
দশ আঙুলে জাপটে ধরি পায়ে।
প্রতিদানে অযুত প্রভুর থুথু,
ঘৃণার জামা আগলে রাখি গায়ে।
দু'চোখ ভরা অরণ্য রুদনে,
অধর ভরা কৃতদাসের হাসি।
চিতার প্রেমে ভস্মীভূত মনে
উৎসারিত জীবন ভালোবাসি।
পৃষ্ঠদেশে পদাঘাতের ছবি,
কেউ আঁকে নি সময়ের সংকটে।
অভিমানে লাল হয়েছে রবি,
দ্রোহের আগুন শীতল মানস পটে।
রক্তক্ষরণ বুকের কাবাঘরে,
তৃষ্ণা মিটাই নিজের চোখের জলে।
আসছি প্রভু আর কটা দিন পরে,
তোর নরকে আবার পুড়বো বলে।
০৭/০৫/২০২৪