আকাশ মাটির ব্যবধানে
চুপটি করে থাকি।
যীশুর হাতের পেরেক দুটো
যত্ন করে রাখি।
মাথার খুলি ভূমণ্ডলের
আবর্তনে ঘুরে।
দুঃসময়ের বৈরী বাতাস
নীরুর বাঁশির সুরে।
আজরাইলের পায়ের আওয়াজ
শংকিত নই তাতে।
আমি আমার ভাগ্য লিখি
আমার আপন হাতে।
সাঁতারকাটি হেমলকে রোজ
ঘুমাই জাহান্নামে।
ভাড়া করি নিজের কবর
নিজের প্রাণের দামে।
২০/০১/২০২৩