হৃদয়ের নিংড়ানো জলে
অদিতির অমলিন স্নান,
লোচনের দ্বারে অহরহ
সে শোভা চির অম্লান ।
কুন্তলে ঢেউ তোলা ক্ষণ
আমাকে আজও দোলা দেয়,
প্রণয়ের সুবাস দিয়ে
এখনো কাছে ডেকে নেয় ।
নিসর্গ নয়ণের মাঝে
খোয়াবের যেনো সোহাগিনী,
তাই বুঝি প্রকৃতিকে আমি
মনে হয় কতোকাল চিনি ।
অবনীর চেনা চেনা চোখ
মৃত্যুর মুখোমুখি হাসি,
অদিতিরে কাছে পেয়ে পেয়ে
মরে যেতে এতো ভালোবাসি ।
ধরণীর সব গান
সব সুর শেষ হয় যদি,
আমি এই প্রণয়ের পথে
বয়ে যাবো সদা নিরবধি ।