অামার হৃদপিন্ডের গভীরে যেখানে অমরাবতীর নীর,সেখানে কালো বর্ণমালার ছাউনিতে গড়া যে কুঠির,তাকে কি কবিতা বলা যায় ? তবুও কোন এক জাম পাতা শাড়ী,আকাশের নীলের মতো টিপ,অচেনা অপ্সরীর নূপুরের নিক্কন, গালিবের শরাবের মতো মাতাল করে দেয় মন ।আর আমি অখ্যাতিমান কবি সেই সব স্বপ্নময় অনুভূতি গুলো অগোচালো লিখে যাই। নিয়মের নামে যে সব অনিয়ম সমাজে প্রচলিত আজ,নীতির নামে সীমাহীন দূর্নীতি,কবিতার পাতায় ভেসে উঠে রক্তাক্ত ক্যানভাস হয়ে । যদিও ইচ্ছে করে লিখি প্রকৃতি ও সৌন্দর্যবোধ নিয়ে ,জানান্তিকে কবিতায় অনুপ্রবেশ করে নির্মম ত্রাস ! এখন কিছুুতেই বুঝতে পারিনা আর এইসব কর্দমাক্ত উপাদান দিয়ে কেমন করে লিখি প্রিয় অনবদ্য সেই কবিতা অামার ।
আলোচনাটি ৬৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৬/১২/২০১৪, ১৩:১৩ মি: