মাটির কদমে আজ অবনত মুখ,
বুকের মানচিত্র ভরা মৃত্যুর অসুখ।
অনন্ত কালের স্রোতে ভাসমান বোধে,
অভিযোগ তুলে রাখি বিনা প্রতিশোধে।
প্রত্যঙ্গে দ্রোহের চিহ্ন; প্রত্যয়ের পাপ,
মাটির ভাস্কর্য ভরা বোবা অভিশাপ।
বিকল আয়ুর ঘড়ি পতিতা সময়,
মানুষ নগরে ঘুরে-  মানুষের ভয়।
এখানে এখনো রাত; ঘুমের ভূগোল,
আঙুলে ফোটে না আর আগুনের ফুল।
এটুকু বুঝেছি এসে-  তিতাসের তীরে,
মানুষ মূলত একা, মানুষের ভিড়ে।
মাটিতে সবাই পর-  সুদূর আকাশ,
আমাকে পাহারা দেয় কবরের ঘাস।
১৪/০৫/২০২৪