মানুষের মতো সারি সারি পিপীলিকা
-------------------------------------------------
সোহেল মাহমুদ
মাটির সড়কে হেঁটে গেছি প্রতিদিন
বুঝতে পারিনি তার কোন অভিমান।
মাটিতে জমানো জীবনের শত ঋণ
হয় নাই দেয়া, এক ফোটা প্রতিদান।
অথচ এখনো বৈরি চোখের পাতায়
ঝুলিয়ে রেখেছি দহনের বিভীষিকা।
শ্মশানের ঘাটে আগুনের অপেক্ষায়
মানুষের মতো সারি সারি পিপীলিকা।
বাতাসের কানে একি শুনি আজ কাল
সভ্যতার চাকা এগিয়েছে বহুদূর!
জীবনের কাছে এ জীবন হলো কাল
বিবেকের হাতে বিবেকের ভাঙচুর।
আজরাইল এসে খোঁজ নিলো গত রাতে,
যাবার নোটিশ কাত হয়ে আছে হাতে!
০৭/০৮/২০২৩