কিছু রাতে ঘুম আসতে নেই।
চোখের পাতায় স্বপ্ন আকার
দিন ফুরালে, একটা সময়
অন্ধকারে হোঁচট খেয়ে
বুঝতে পারি, বেঁচে আছি।
নিয়মমাফিক ডিনার সেরে,
আলিঙ্গনের উষ্ণতাকে
অনিয়মে দূরে ঠেলে,
নিজের ছায়া সঙ্গীটাকে
ছুঁয়ে দেখি, বেঁচে আছি।
কিছু রাতে একলা থাকার
ক্ষণস্থায়ী অভিপ্রায়ে,
চাঁদের আলোয় গা ভিজিয়ে,
অন্যরকম পবিত্রতায়
চেয়ে দেখি, বেঁচে আছি।
মাঝে মাঝে বিনিদ্র রাত
নিজের সাথে সংগোপনে
কথা বলা সাঙ্গ হলে,
ক্ষতস্থানের তীব্র ব্যথায়
বুঝতে পারি, বেঁচে আছি।
কিছু রাতে চোখের সাথে
বুকের সাথে কথা বলে,
দিনযাপনের হিপোক্রেসি
হঠাৎ করে মনে হলে
বুঝতে পারি, বেঁচে আছি।
অমাবস্যার চাদর গায়ে
লক্ষ্যবিহীন সুদীর্ঘ পথ
পাড়ি দিয়ে ভূমন্ডলে
ডেডস্টপে থমকে গিয়ে
বুঝতে পারি, বেঁচে আছি।
১২/০২/২০২১