দণ্ডহীন এই বুকের কারাবাসে,
যাই বলে সে আবার ফিরে আসে।
কীসের পিয়াস বুকের মধ্যিখানে,
অনঙ্গ ঠোঁট; তীব্র চুমুর ঘ্রাণে!
দু'চোখ কেন অন্ধ হল কেঁদে,
উৎঘাঠিত হয়নি ব্যবচ্ছেদে।
অনঙ্গ পা, নূপুর ও নিক্কনে;
এবং আমার অসংবৃত মনে,
অশপথেই সব দিয়েছি তুলে,
তোমার দেয়া লোহার গোলাপ ফুলে।
ভালোবাসার অভিপ্রায় কি কমে,
একজীবনে এককোটি সঙ্গমে?
০৫/১০/২০২৩