কবিতা বানাই তীব্র চুমুর অক্ষরে,
পংক্তির যোনিতে আঁকি শিশ্নের প্রয়াস।
সঙ্গমের উৎপেক্ষায় অনন্তের ঘরে
নশ্বর দয়িতা করে মৃত্যুর উল্লাস।
আজও প্রেম অনৈতিক দ্রোহের প্রলাপ,
অধরে পোড়ার পাপে দণ্ডিত হৃদয়।
সুবোধ বেঁচেছে মরে, কোন অভিশাপ-
এখনো রেখেছে ঘিরে যাযাবর ভয়?
সুখের ঠিকানা নেই, ভস্মিভূত বুক;
ঠোঁটের প্রাচীরে আঁকা তৃষিত কপোল।
কনক চাঁপার ঘ্রাণে মরার অসুখ
হাসিমুখে মেনে নেই সর্বশ্রেষ্ঠ ভুল।
সান্ত্বনা এখন তার পায়ের আওয়াজ,
অবশিষ্ট আলিঙ্গন- ঈশ্বরের কাজ।
০৫/১০/২০২৪