জমজ ঠোঁটে বিষের বাঁশি, কোমল হাতে ফুল তুলে।
শব্দে হেঁটে যেতে যেতে- থমকে দাঁড়াই নজরুলে।
যেসব কথা বলতে মানা, যে সড়কে হাঁটতে ভয়,
আঁধার ভেঙে অসিত রাতে, আনলে অবাক সূর্যোদয়।
প্রেম ও দ্রোহের দীপ্ত নিশান; বাঁধন ছেঁড়া বাবরি চুল,
সাম্প্রদায়িক সব কাঁটাতার- ছিন্ন করা সে নজরুল!
জাগতে হবে জাগ্রে তোরা; মরার ঘুমে অন্ধ চোখ,
অধীনতার শিকল ভেঙে, সারাবো আজ সব অসুখ।
এমন করে কেউ বলে না, কে বলেছে কোন্ কালে,
অগ্নি দ্রোহের শব্দহাতে- চড় মারো প্রভুর গালে।
চোখের জলে আগুন জ্বলে,বুকে অতল প্রণয় ক্রোধ,
কেবল তোমার তর্জনীতে- প্রস্ফুটিত ফুল বারুদ।
বাঁচতে হবে বাঁচার মতো, শক্ত করে শিরদাঁড়া!
কেউ দেবে না এমন তালিম,বিদ্রোহী নজরুল ছাড়া।
২৪/০৫/২০২৪