জানলা খুলে দেখি আকাশ আজো নীল
মাটিতে কারাগার
অন্ধ কয়েদির পায়ের আওয়াজ
বাতাসে হাহাকার
ললাটে লিখেছেন যেটুকু ঈশ্বর
বহন করছে সে
অবাক এই চোখে বিনিদ্র প্রশ্ন
মানুষ আসলে কে
বোধের কব্জিতে আদিম হ্যান্ডকাফ
অযথা ক্রন্দন
বুকের চৌহদ্দিতে উদ্যত শকুন
বিষিয়ে উঠে মন
তবুও বেঁচে আছি, বেঁচে থাকতে হয়
এ খেলা নিষ্ঠুর
নির্জীব শ্বশানে, চিতার শয্যায়
কী ঝলসিত ভোর
০৩/০১/২১