আহ্নিক প্রত্যয়
--------------------
সোহেল মাহমুদ

মৃতেরা বিগত হয়ে গড়ে তুলে অজানা আবাস
মাটির সিন্দুকে রেখে পৃথিবীর সকল আঁধার
মহাশূন্যে ভাসমান তাহাদের প্রিয় নিঃশ্বাস
মৃত্তিকায় জেগে থাকে প্রত্যয়ের প্রথা বিধাতার

এখনো কবরস্থানে, শ্মশানের ভস্মীভূত হাড়ে
কালের মহাসংগীত শুনি, সেইসব লাশের ভিতরে
শুয়ে আছে অনাগত ভবিষ্যৎ খুঁজিতেছে যারে
কিছুই যায় না সাথে, অবশিষ্ট এই কুঁড়েঘরে

আসমানে শূন্যতা ছাড়া কিছু নেই, নেই কিছু আর
মাটির গহীনে আছে অনন্ত অমরত্বের জল
বাতাসের ডানাভরা পাণ্ডুলিপি কোন কবিতার
কোন ঠোঁট কথা কয়,নিগূঢ় এক শব্দ অতল

যে যায় সর্বস্ব ফেলে, ফেরে না আর কোনদিনই
তাহাদের রেখে যাওয়া আলোকের কাছে আমি ঋণী