বুকের বাসনে উপচানো ভালোবাসা
ঠোঁটের চামচে ঢেলে দাও চুম্বন।
দূরবীন চোখে প্রজাপতি প্রত্যাশা
হাতের পরশে প্রবাহিত শিহরণ।
ওড়নায় আঁকা জীবনের আলপনা
চুলের খোপায় বন্দি অমরাবতী।
কামিজে সেলায় রূপালি চাঁদের কণা
জোনাকি রাতের অধরা অরুন্ধতী।
দু'চোখের সেতু সঙ্গমে পরিকর
আকাশ মাটিতে মিলনের উচ্ছ্বাস।
তারাদের ফুলে বিমোহিত অন্তর
ঈশ্বর হলো প্রণয়ের কৃতদাস।
আগুনের ঘ্রানে আজো আমি স্বেচ্ছায়
নশ্বর পায়ে অনন্তে হেঁটে যাই।
২৪/০৭/২০২৩