ভন্ডদের গুরুদেব""
সোহেলী পারভীন
নতুন নতুন ভুঁইফোড়েরা সব
নেতার রূপে রূপ নিলো!
টাকার জোড়ে তেলের মালিশ
উল্টোপাল্টা সব নালিশ!
নিজের স্বার্থে নাম লিখেছে
সরকারের ই দলে!
আহা রে দরদ মহা দরদ!
দলটা যেন নিজের মায়ের মরদ!
এরই মধ্য কিছু নেতা সুযোগ নিলো লুফে!
নিজের দল ভারী করে সুফী সাজে নিজে
আদর্শে যে লালন করে
মুজীবেরই ভক্ত,
তাকে নিয়েই ভন্ডদের ঐ গুরুদেব
চালায় কেবল নিজের প্রচার
মনে করে শক্ত!
আসলে সে ভন্ড! সবাই জানে,
লোকে সবাই সামনে মানে!
আড়াল হলে সবাই ডাকে ভন্ডরে তুই ভন্ড!
একটু পরেই পাবে হদিস
সত্যিকারের মানব প্রেমিক
সবাই তাকে ভালোবাসে শ্রদ্ধা অবনত
ভন্ডরে তুই চিরকালই থাকবি ঘৃনায়রত!
তাই তো বলি সময় থাকতে আরেকবার
ভন্ডদের গুরু ওগুরু হওরে হুশিয়ার!
সত্যের কাছে মিথ্যের নালিশ টেকেনি কোনবার!
মানবদরদী আদর্শবান মেধাবী যারা
এগিয়ে যাও তোমরা তারা
সময় হলে ভন্ডরা সব থাকবে পরে
গুরুদেবও তখন কাঁদবে জোড়ে!
নতুন করে সাজো এ মানুষ
সত্যই সব মুছবে ফানুস,!