ভিন্নশত দৌড়"""
সোহেলী পারভীন
জন্মনিলেম মানুষহয়ে কন্যাশিশু নামে
প্রথমদিনটাই শুরুহলো যন্ত্রনারই সুরে
হাটিহাটি পা পা করে শৈশবে বলে যারে,"
চারিদিক না শব্দের চর্চা গেলো বেড়ে।
কৈশোরে আমার ঝুঁকিবাড়ে
যৌবনের দ্বারে পা
নানান রকম হয়রানি আর যন্ত্রনার ঘা।
সংসারে কন্যা দৌড়াই যারা ভিন্নশত দৌড়
জীবনসংগ্রামে ঠিকতে হলে হারাইওনা খেই।
শহর বলো গ্রামের কন্যা দৌড়ায় শতরূপে
শিক্ষিত আর অশিক্ষিত বাদ যাবেনা কেউ।
মন মগজের নিরর্যাতনে তোমার বেড়ে ওঠা
যতই ভাবো স্বাধীন তোমরা
নিত্য সেথায় আছে যে,
কঠিন সত্যের রসিকতা।
শব্দের যত খারাপি আছে যতঅঙ্গভঙ্গী,
আসো ভগ্নী হাসি মুখে করি জীবনসঙ্গী।
জীবনসায়াহ্নেও ফুরাবে না এ ভিন্নশত দৌড়,
তুমি কন্যা -জায়া -জননী জেনেও দৌড়াচ্ছ সে দৌড়।
মু্ক্ত করো সকল শৃঙ্খল জেগে ওঠো আজকের নারী
কন্যা তুমি ই হবে আগামীর জায়াজননী।