উঁচুতলায় লোক
সোহেলী পারভীন
সত্য বলে মুখে তোদের
জিকির চলে সারাবছর
নিত্য তোদের হাড়ির খবর,
সবাই জানে থাকে নজর।
লোকগুলো সবউঁচুতলার
নজর যেন নীচেসবার।
টাকার গন্ধে নিত্য মাতাল
কথা কাজে সবই বেতাল!
মনেকরে, কেউ জানেনা তাদের স্বভাব।
গরীব নষ্ট নিত্য খাবার আশে
তারা নষ্ট বিলাসিতারই বশে।
সামনে এসে হেসে বেড়ায়,
আড়ালে সে মিথ্যা চড়ায়।
বস্তি গরীব যাই বলো না
তোদের মত এরা করে না ছলনা।
লক্ষ কোটি যত কামাও ভালোর মুখোশ পড়ে,
সময় হলো, সত্য তোমার সঙ্গ দিবে ছেড়ে।
শিক্ষা তোদের করেনি মানুষ
তাই তো অহংকারেই হারিয়েছো হুশ।
সাজসজ্জায় রূপধরেছো নিত্য আসল ছেড়ে!
নিত্য চলে বেতাল জীবনকাজে,
সহসাই কেবল মানুষরূপে সাজে!