শূন্যতা
   সোহেলী পারভীন
   ২১/১২/২০২০
অাকাশ ছোঁয়ার ইচ্ছে
নিছক নিজেকে ভোলানো,
জোছনার আলোতে হাত বাড়িয়ে  সুখনেয়া,
কল্পনার রাজ্যে বেড়ানো।
তুমি সত্যকে যদি নিতে চাও,
শূন্যতাকে হাতবাড়িয়ে নাও।
এসো, একটা ছন্দময় কবিতালিখি,
সব ছন্দের দেয়া নেয়ার মিলটাই হারিয়ে
শূন্যতায় ফিরি!
কেউ একজন হাতবাড়াও,,,
প্রেয়সী হব।
সুখতারার আলোয় স্নান সেরে নেবো,
ক্লান্ত হয়ে হেটে স্বপ্নের নীড়ে আলিঙ্গনে জড়াবো।
একটু সুখ নিতে শূন্যতা আর কষ্টকে মুছে ফেলে,
চলো হারিয়ে চাই,
আমি এমনই বন্ধু,,
শূন্যতায় বাঁধিব তোমায় ভরাবো কেবল পূর্নতায়।
আমায় তুমি না ই বা বাসলে ভালো,
এতটুকু কমতি হবেনা তোমায় বাসতে ভালো।
তুমি শূন্যতা দিয়ে  হারাবে আমায়?
আমার সবটুকু যা আছে নিজের
সমর্পণ করিবো তোমায়।
রইবো তোমারই আশায় তুমি শূন্যতাকে  হারিয়ে,
পূর্নতা দিবে কোন একদিন আমায়,,
এসো বন্ধু রইবো অপেক্ষায়,,,।