শতবর্ষে মুজিব"
সোহেলী পারভীন। ০৭/০২/২০২০
খোকা নাম সেই ছেলেটার,
টুঙ্গিপাড়ায় জন্ম যে তাঁর,
আজি হতে শতবর্ষ আগে!
মহীয়সী নারীর বুকের পাঁজরে,
মহাবীর পিতার লালনে পালনে,
হেসে খেলে মুজিব গাঁয়ের মেঠো পথে।
ছোট্ট খোকা মুজিব শেখ মুজিববের পরিচয়ে,
কোটি মানুষের মাঝে তুমি থাকলে মনি হয়ে।
জন্মভুমি তুমিই মুজিব তুমি রক্তমাখা মানচিত্র!
সারাবিশ্বের আপোষহীন বীরতুমি আগুন ধরিত্রী!
ধ্বনিত ছিল তোমার কন্ঠে" এবারের সংগ্রাম "
শাণিত ছিলো বাঙ্গালী যারা গাইলো মুক্তির গান।
শহীদের ত্যাগ মায়ের সম্ভ্রম হে প্রিয় স্বাধীনতা,
তুমি জন্মেছিলে তাই তো মুজিব,
বাঙ্গালি আজও মুক্তির গান গায়!
সত্যের প্রচারে তোমায় নমি আদর্শিক নৈতিকতায়।
আজও স্মরি তোমায় বঙ্গজনতার হে চির বিদ্রোহী!
মুজিব তুমি সারাবিশ্বের শ্রেষ্ঠ বীর জাতির অতন্দ্র প্রহরী!
বাংলামায়ের লালিত স্বপ্নে তুমি বঙ্গবন্ধু,
জাতিরপিতা শেখমুজিব।
মানবতার লৌহ মানব শতবর্ষ পরে এসেও বুঝি,
বিশ্বজনতার" বিশ্ববন্ধু "পরিচয়ে যে মেলে আজি।
শতবর্ষ পরেও আজও আছে মুজিব বাংলার ঘরে ঘরে,
প্রিয়মুজিব তুমিরবে শতকোটি বিশ্ববাসির নয়নের তরে।