ছাব্বিশ হাজার পাঁচশো
সোহেলী পারভীন
  ০১/৯/২০২০

টাকার অংকটাছিলো ছাব্বিশ হাজার পাঁচশো
কারো বিশ্বাসটুকু ছিলো একশো
কেউ বিশ্বাস ভেঙ্গেছেও একশো!
স্বার্থপর সে যে মিথ্যে বলে নিজেকে চায় মুক্তকরতে,
অন্যভাবে জড়িয়ে রেখে,,
সম্পর্ককে যুক্ত করতে।
হায়রে মিথ্যা! এযে শুভন্করের ফাঁকি!
বর্ণমালায় সাজানো প্রেম কেবলই যে মিথ্যার গেম!
হঠাৎ  যদি তুমি আটকেযাবে
কোন এক কঠিন ঘোর সংকটে,
এত এত মনের প্রেম!
পড়বে সে দ্রুত সটকে!
ভালোবাসি ভালোবাসে স্বার্থত্যাগে কজনা আসে!
মিথ্যা সব অজুহাতে পাবে না আর খুঁজে  তাকে!
ছাব্বিশ হাজারপাঁচশো!
এটা কোন অংকের হিসেব নয়,,,
এতো এক গল্পভাঙ্গার নাট্যমঞ্চ।
একই ঘরে বসত করে চলছে নাটক চলে ঘরে ঘরে,
সত্যি বলছি!
ইচ্ছে যদি থাকে আমার সাতসমুদ্র পাড়ি দেবার,
সবকিছু ই হবে তখন তুচ্ছ।
হিসেব যখন কড়ায় গন্ডায়,
আসলে ই ভালোবাসা নয় কিছু নয়!
শেষে কেবল হবে এমনই হতাশা!
সত্যকে লুকিয়ে মিথ্যে হলে,
হবেই হবে করুণ দশা!