রংতুলিতে তুমি
সোহেলী পারভীন
তোমার আঙ্গুলে আঙ্গুল রেখে
চোখ চোখ রেখেছি একটা ছবি আঁকব বলে,
মনের গহীনস্বপ্নরাজের রাজ্যে।
রংতুলিতে সবটুকু রংনিবো না!
কেবলই আকাশি রংটাই থাকুক আমার প্রিয়ার জন্য।
সাত রং মেখে নেব আর আর তোমায় এলোমেলো করব
এমন টা আমি নই!
তুমি আসবে প্রিয়ার বেশে এলোকেশী,
মাতবো আমি ছদ্মবেশী।
মুখে মুখে বলব বলে চোখ রেখেছি চোখের পরে
তুমি আসবে প্রিয়া,,!
আমার কল্পনায় রংতুলিতে মুখচ্ছবি তোমার,
আজও দেখি বিমুগ্ধ নয়নে আমার।
আঁকি মহাকালের প্রেম প্রণয়।
চুপিচুপি কেবলই বলি আমি ভালোবাসি তোমায়,
ওগো প্রেয়সী নিত্য যেন নতুনে আপন করো আমায়।
আমার প্রিয় রংয়ের রং তুলিতে সাজিয়েছি দিনেরাতে,
তুমি আসবে ফিরে একাই অগোচরে বন্ধু আমার।