অব্যক্ত শব্দ
সোহেলী পারভীন
তোমার নাম ধরে ডাকি,
তুমি জানো কতবার ভাবি!
একবার বলি তুমি তো আমারই
আরেকবার ভাবি কী নামে ডাকি তোমায়!
কতশত শব্দের ভীর জমায়
আমার মনের আঙ্গিনায়,
তুমি জানলে হেসেই দিনটা পার করতে।
না বুঝি কষ্ট পেতে!
আসো বৌ বলে ডাকি,
অথবা লুকিয়ে তোমায় দেখি।
জানো, সেদিন আকাশের দিকে তাকিয়ে
মনটাকে বিশালতায় পূর্ন করে,
তোমায় নিয়ে একটা কবিতা রচিয়ে
নাম দিয়েছি পূর্নতা।
তুমি না আড়ালে আবডালে কত ভাবলে,
মোটেও শান্তি পেলেনা।
সেইতো আমায় ডাকলে আপনজনেরই নামে!
প্রিয়ার মুখে প্রিয়জনের দেয়া নামের আলিঙ্গন,
যেন হারিয়ে যাওয়া প্রেমের চিঠির নিত্য সোনালীক্ষন।
আমি অব্যক্ত শব্দের বিষন্ন প্রেমিক!
তুমি জানবে শত জনমের তরে
ডেকে যাবো তোমায় এমনই স্বরে
ভালোবাসি হে প্রিয়,
স্পর্শহীন, অব্যক্ত শব্দের অসীম আসরে,,,
দেখা হবে হয়তো কোন নীলিমায় এক বাসরে।