নিঃসঙ্গ তরণী
সোহেলী পারভীন
একটা নাম চেয়েছিলাম জীবনের,,
সত্য হোক বা মিথ্যে করেই না হয় চলুক!
পেয়েছি বটে তবে গন্তব্য নাহি মোটে
কী যেন, এক আলোক রশ্মির চমক বটে।
সত্যি সে যেন এক মহা কান্ড!
নিত্যই হাসি নিত্য মোরা বসি পাশাপাশি
এতটুকু প্রশান্তির ছায়া নেই যেন কাছাকাছি।
কী করে নিঃসঙ্গ তরণী পাড়ি দিবে এ ধরণী?
ওপাড়ে ভিড়ায়ে লইবে সে অসীম সুখ কাহিনী।
একটা নাম চেয়েছিলাম জীবনের,,
স্রোতহীন নদীর বুকে চলতে চলতে বেশ ক্লান্ত,
এসো হে বন্ধু!
কেউ একজন পালতুলে ভাসিয়ে দাও তরণী!
যেন স্রোতের তোরে দোলনীদোলে জ্বলে অরণী,
বিস্ময়ভরা নিস্বহৃদয়ের কথা শুনে নাও ওহে ধরনী।
কী করে নিঃসঙ্গ তরণী পাড়ি দিবে এ ধরণী?
ভরাবে তোমায় লইবে চিনে আজীবনের প্রিয় সঙ্গিনী।
একটা নাম চেয়েছিলাম জীবনের,,,।