নষ্ট মেয়ে আমি!
সোহেলী পারভীন
মেয়ে তোমার জন্মের পরেই একটা বিপরীত শব্দের পরিচয়ে বেড়ে ওঠো,
বড্ড সংগ্রাম করে পথ চলতে চলতে দাঁড়াতে চাও?
হাজারো প্রশ্ন!
পরিবারে সমাজ সংসারে সবাই শুনায় না"
হাত ধরে কেউ এগিয়েও নিবে না।
তুই নষ্ট মেয়ে!
যৌবনে তোমায় শুনতে হবে সবনষ্টের বানী
সাধ্য কী আর এর ব্যতিক্রম শুনি।
বাহ!ধারনা যেন সবার
মেয়ে বলেই নষ্ট সব তার।
তাই বলে আর থামিস নারে
যেতে হবে বহুদূরে,,।
যারা তোকে নষ্ট বলে
তাদের মগজ নষ্টামিতে চলে।
ওনারা বুঝি বড্ড পূন্যিবান?
কষ্ট নিসনা নষ্ট মেয়ে!
মৃত্যু অবদি চলতে হবে,,
হোক প্রতিবাদ বাঁচতে হবে,
ওদের সাথে লড়াই করে।
জীবনটা কে চিনতে হবে,
নষ্টযত ওদের মত সত্যদিয়ে রুখতে হবে।