মোমে'র আলো
সোহেলী পারভীন
আমি তোমারই সলতে, যাঁর গায়ে লেপ্টে আছো তুমি,
অনুভব করতে চাও!
চাইলে সবটুকু অনুভুতি দিয়ে করতে পারো।
একটা দিয়াশলাই নিয়ে আসো,
তারপড়ে বাতাস বিহীন কুটিরে নিঃশব্দে যাও,
একাই মোমবাতিটা জ্বালিয়ে নাও!
বন্ধু প্রিয়তম, তুমি টের পাচ্ছ!
আমি জ্বলছি একাই।
আলোর আলোড়নে সকলের উপভোগ্য
কেবল তুমিই জানো , অন্তরতব জ্বালায় মম।
আজি পোড়ার নেশায় মেতেছি বন্ধুর পথে,
আলো বিলিয়ে সলতেটুকু নিঃশেষ তবে
বিশ্বাসটুকু কেবলই আমার জ্বলতে হবে সারাক্ষন,
সাথে আছো এমন জানি লুকিয়ে রেখেছো নিজের মন।
আলোয় আলোয় চিনতে হবে ভালবাসার বিশ্বাসে
নিভিয়োনা আলোকছটা, বন্ধু তোমার বুকের নিশ্বাসে!