প্রকৃতি তুমি যতসুন্দর রূপে সাজাওনিজের অঙ্গ
তোমার রূপরাজ্যে নিজে সেজে খুঁজেবেড়াই সঙ্গ।
প্রেমময় জগত সংসারে নিত্যলীলায় চির যৌবনা,
আমিও অাজি পানকরেসুধা খুজি সান্তনা।
এমন একটা পৃথিবী চাই আমার!
সদা রয়েছে সর্বদা সুখশান্তির আধার।
বলতেচাই আজি,এমন প্রকৃতিতেই আমি বাঁচি।
সুখকর মিলনে, এধরনীচরনে আমার সৃস্টি,
কোটিসহস্রবাধা পেরিয়ে এজগতের কাড়ি দৃস্টি।
শান্তি চাই! অপেক্ষা ভালোবাসার সহস্রপ্রহরে
মনেরেখ! চল্লিশ কোটি শুক্রানুর সাথে লড়ে
এসেছি আমি এ মাতৃগহব্বরে।
একটিবার পৃথিবীর রংঙে রাঙ্গাব নিজেরে।
চাইনা হানাহানি মৃত্যুর অস্বাভাবিক রূপ,
সকলেই চাই নিতে মৃত্যুর স্বভাবিক সুখ।
ভালবাসি এ প্রকৃতিরসৃস্টি সত্যকথা,
স্বপ্নময়যুদ্ধে রেখেযেতেচাই নিজকর্মগাঁথা।