ফিরতে চাই
সোহেলী পারভীন
কল্পনা তুমি --
একটা নাম লিখে দাও
যেখানে নির্ভরশীলতা খুঁজেপাই।
একগুচ্ছ শেকড় চাই,
যেন শাখা, পত্র, ফুল ফলে পূর্নতা পায়।
একজন প্রেমিক মানুষ চাই
নগ্নতা যেন তাকে ছুঁইতে না পায়।
এমন একটা ক্ষণ দাও আমায়,
প্রশান্ত মনে যেন নিশ্বাস নেয়া যায়।
সত্যপ্রকাশের আাধা ইচ্ছেটা না হয় দাও!
যাতে ওলোট পালট হলেও স্বস্তির সত্তা ফিরে পায়।
একপশলা এমন কান্না দাও!
সবমুছে আবার যেন নতুন জীবন পায়।
উড়ন্ত পাখির মত ডানায় ভর করে যেন হারিয়ে যাই,
ক্রীতদাসের শৃঙ্খল ভেঙ্গে সব জঞ্জাল সাফ করতে চাই,
তুমি অবাক হলে বুঝি পৃথিবী?
এত কান্নার সুর একসাথে কখনও শুনতে পাওনি বলে!
একটা মানবিকতার গল্প শুনাও আমায়
যেন কেবলই ভালবাসার আধিপত্যবাদ ছড়িয়ে
সাজাবে এক শ্বাশত মহাউৎসবের নতুন সভ্যতা।
আমি এমন একটা শব্দ শুনতে চাই,
যেন কোথাও কোন বিষন্নতার হাহাকার নাই!
ভালোবাসা তোমার ভালোবাসাতেই ফিরতে চাই।