""ফিরে দেখা
সোহেলী পারভীন
শৈশব কৈশর পেড়িয়ে যৌবনে হারিয়ে,
, প্রৌঢ়ত্বের আঙ্গিনায়।
স্বস্তি খুঁজেছো বারবার মিলেছেও বহুবার
তবে শান্তিময় একটা সকালের অপেক্ষায় চিরকাল।
নির্ভয় একটা মুহুর্ত নিজেকে বদলাতে পারে সবার,
যৌনতা বিহীন আলিঙ্গন!
সত্যতার অভাব যেন নিত্যকার।
ফিরে দেখো তুমি,
কেমন ছিলে?
পথ চলতে চলতে শিখেছো কে কেমন?
প্রশ্নের পর প্রশ্ন কিন্ত উত্তর মিলেনি চেয়েছিলে যেমন।
ভালোবাসবে কথা দিয়েছিলো রাখেনি সে কথা,
নিত্য হেসেছি, দেখেছি যা, নীরব কান্নায় ছিলো মৌনতা।
এখন একটা সময় নিয়েছি!
যেভাবে কেটে যায় যাক না, নাইবা অধিকার থাক!
হাসি যেন মনখুলে,,, চল্ নিজেরই সনে,,
আসলে জানি, আমি তো একাই সত্যই আমারই,,,,,।