দারিদ্র্যতার রূপ"
সোহেলী পারভীন
১৯/১২/২০২০
আমার জন্মের সময়, তারিখ, ক্ষণ আমার জানা না!
টাকাওয়ালাদের ঘরের শিশুটির সব জানা।
তোমরা যারা এর নাম দিয়েছো জন্মদিন!
সব্বাই মিলে যখন আনন্দে উল্লাসী,
ঠিক তখনই
দারিদ্র্যের রূপে যাদের তনুময় জড়ানো
কেবলই তাদের দুঃখবিলাসী!
আমি সেই শিশুটি
যে স্বপ্ন দেখেনা!
প্রতিদিন লড়াই করে জীবিকার্জনে,
রূপালী চাঁদ, অসীম সমুদ্র আমায় ডাকেনা,,
কেবল কাজের মধ্যে বস্রহীন শরীরটা টেনেটেনে অস্তগামী সূর্যেরদিকে তাকিয়ে
ক্লান্ত রাতশেষে একটা ভোরের অপেক্ষায় থাকি।
আমি সেই কিশোর
যে ছবি আ্কেঁনা
ঘুড়ি নাটাই যার থাকেনা!
কেবলই পিতাহীন মাতৃত্বের স্বাদে পেড়িয়ে যায় সময়।
আমি সেই যুবক!
যার সারা শরীরময় কেবলই ঘর্মাক্ত!
দারিদ্র্যের রূপের ঝলকে স্বপ্ন ছিন্ন ভিন্ন!
কেউ একজন
এগিয়ে এসো,,,
দারিদ্র্যের রূপ বদলাও
আলোর পথ দেখাও,,,
আমি সেই শিশুটি
সেদিনটার অপেক্ষায়
জন্মদিনের দিন, ক্ষণ, সন জানতে চাই,,,,,,!