বন্ধু তুই যদি বলিস"
সোহেলী পারভীন।১৬/০২/২০২০
সেই কবে থেকে এক্কেবারে শৈশবকালে,
তোকে নিয়ে বেড়েছি বন্ধুত্বের বেড়াজালে,
তুই বলিস , কেমন করে হয় বন্ধুত্ব যদি জানিস?
আধো পাগলামী আর পুরোটাই ভালোবাসা,
রেগেছি তো! আবার ফিরে কাছে আসা।
দেখবো মোদের চোখের তাঁরায় ওরে বন্ধুবিলাসী,
এক্কাদোক্কা খেলে শেষে ঘুড়বো এলোকেশী।
সবাই দেখে অবাক হবে!
একেই তো বন্ধু বলে।
মনজুড়িয়ে পাতাবো মোরা দাড়িয়াবাদ্ধার আসর,
বয়স শেষে মাঠের পরে হাটবো জোড়সে জোড়।
বন্ধু তুই যদি বলিস!
হাসবো মোরা প্রানখুলে আজ খাইবো যাখুশি,
ছড়িয়ে দেবো প্রানের আলো তুই যদি থাকিস!
রাগ করে তুই রইবি না আর সবার থেকে দূরে
বন্ধুডাকি সমস্বরে চল যাইগো বহুদূরে।