ব্যবহার
সোহেলী পারভীন
সে যে দেখতে ভারি চমৎকার
বাইরে জানি ফিটফাট ভিতরেতে বাজিমাৎ
অন্যের সনে ব্যবহারে ভাষার চর্চায় কুৎসিত!
রেগেছে তো! নিজের মত অকপটে
বলবে যত অসভ্য কথার রংবেরঙে!
ভাবটা করে এমন!সবাই যেন তারই মতন!
যত খারাপ কথা আছে আটকায় না কিছু তারই কাছে,
এমন ভাষার ব্যবহারে বাড়ছে দুরত্ব দিনে দিনে,
মাস গিয়ে বছর লুকায় সব হারিয়ে যুগ কেটে যায়,
যাক না যবে দিনটা কেটে উপায়হীনের নাইরে উপায়!
ভালোবাসার কল্পনা সারাক্ষণ দেয় যন্ত্রণা।
বাধ্য হয়ে এদিক ওদিক চোখ ফিরিয়ে সবাই রাখিস,
না হয় তো নিজের মত চিরতরে সুখ হারাবি!
জীবন নামের সুখ পাখিটা হেরে যাবে নিজের তরে
লাভ কী বলো এমন সব ব্যবহারে?
নিজের মনটা খারাপ করে।
আনন্দই যখন থাকবে নারে!
কী লাভ হবে সত্যে মেনে?
নিজের মত বাচতে হলে,
ঐসব লোকের কাছে থেকে সরিয়ে রাখো সযতনে।