আর্তনাদের ধ্বনি
সোহেলী পারভীন
কি একবিভৎসতা মানুষের গন্তব্যকে থামিয়ে দিল!
আজ বিশ্বময় কেবলই মৃত্যুপুরি লাশের আহবান
কী এক অশনিসংকেতে সজ্জিত ধরনী ম্রিয়মাণ!
প্রিয়জনের স্পর্শহীন আলিঙ্গনহীনতা সতত বিরাজমান
প্রকৃতি তুমি সাজো,
তাই বলে কী মানুষের সুস্পর্শহীন?
প্রেমহীন বসুধা তুমি কত আর একা রবে এমন নীরবে?
মহাজগতের মহাজন,
এমন নিষ্ঠুরতা তোমাকে মানায়না!
সারাটা দিন রাত কেবলই নীরবতায় বন্ধি জনতা,
এভাবে হারিয়ে দিয়ে
জিতে গেলে হে জগতস্রষ্টা?
আমাদের আর্জি তোমায় শুনতে হবে!
কেন আমার প্রিয়জনকে শেষবেলাও দেখতে পাই না!
ছুঁয়ে ও চোখের জল যায়না ফেলা!
এমন সজ্জিত প্রকৃতি আমার চাইনা!!
মা ছেলে সন্তান প্রেয়সী এতো তোমারই সৃষ্টি?
তবে এ কেমন মৃত্যুপুরি দিলে তুমি?
সৃষ্টির শেষদেখায়ও তুমি করিলে বারন?
পাষাণহৃদয়ে ভরিয়ে তুলেছো মন,
আমরা বাঁচতে চাই
প্রিয়জনের শেষ স্পর্শেও।
মুখফিরিয়ে নিওনা আজি এ শেষবেলা!
এমন নিষ্ঠুর তুমি হয়োনা বিধাতা!
(অনেক চোখের জলে লিখেছি আজ আর পারিনা!)