অদৃশ্য পরিনয়"
একাই পথচলা সঙ্গী ছিলনা কেউ একজন
চলতে চলতে এমনই বহতা নদীর মতই
কোন এক কিনারে হঠাৎ অদৃশ্য পরিনয়ে
এক সোনালীক্ষনে বন্ধু তুমি এলে,
ভালবাসায় জানালে আঙ্গুল ছোঁয়ালে,
এত সুখ অনুভবে! ছিলোনা জানা আমার।!
একে পরিণয় বলে বুঝি!
সংসার ধর্মে এত ভাবনায় থাকলে চলে?
দিব্যি ভালো আছি তুমি ভালো আছো তো!
শুধু ভালোবাসাই তো!
কারো কোন অভিমান, অভিযোগ বিধানেই নেই,
কেবলই চলতে চলতে কোন থেমে চলার পথ নেই।
তবুও তুমি বেধেছো আমায় অদৃশ্য বন্ধনে,
বহুত দরদে তোমায় নিয়ে মেতেছি গুঞ্জনে,
অদৃশ্য নাবলা পরিনয়ে আবার ভাসবো দুজনে,
মধুর আলিঙ্গনে হারায়ে তোমায় খুজিব সঙ্গোপনে।