"তোমায় ভেবে"
ও মন শুনছো?
আমি ভালোবেসে ফেলেছি,
নিশিতে তাহার ভাবনায়;
দু-নয়ন মেলেছি।
ভাবিয়াছি হৃদয়ের অর্ধাংশ
দেব আমি তারে,
স্বয়নে-স্বপনে আমি ;
খুঁজিয়াছ যারে।
কিন্তু ও মন! সন্ধানে যে
পাইনি তার দেখা,
রূপসী সেই মেয়ের জন্য;
আজ ও আমি একা।
ও মন! একটু কি বলবে!
আমি কি করবো?
কোন পথে অগ্রসরে;
তাহার হস্ত দুটি ধরবো?
সে যে অসীম দূরত্বে
অপেক্ষায় আছে দাঁড়িয়ে,
নিকটে তাহার না পৌছিলে;
যাবে হারিয়ে।
তাই আনমনে একা একা
চলেছি তাঁর সন্ধানে,
হয়তো তার পাব দেখা ;
কোন এক নির্জনে।
অবশেষে মন আমার
কহিল কানে কানে,
অতি শিঘ্রয় তার পাবে দেখা;
খোঁজ মনে প্রাণে।
কহিল ফের!!!
আজকে যাহার জন্য তুমি
দাড়িয়ে আছো একা?
সোনালী এক বিকেল বেলায়;
পাবে তার দেখা।
তাই পড়ন্ত বিকেলে ছুটে যায়
আমার অবুঝ মন,
উদার হয়ে খুজিতে থাকে;
বিকেল যতক্ষণ।
কোন এক দিন!!!
হলো দেখা, তবু একা
গেল দূরে চলে,
তবু যেন ভালোবাসি;
এই মন বলে।
আবার যে কবে হবে
তার সাথে দেখা,
আজ ও সেই অপেক্ষায়;
বসে আছি একা।
(সংক্ষেপিত)