শৈশবে শ্রবণ করেছি
বড় হতে হবে,
অনেক টাকা উপার্জনে;
সফল হব তবে।
কেউ বলতো ডাক্তার হবে
কেউ বা অফিসার,
কেউ বা হবে ইঞ্জিনিয়ার;
স্বপ্ন যেমন যার।
এমন ঘোরে নবম-দশম
হইলো অতিক্রম,
একাদশ-দ্বাদশ এ এসে;
বন্ধ হইলো দম।
কি করি! কি করি! এবার
কোন বিষয়ে পড়ি?
হরেক রকম স্বপ্নের ভীড়ে;
কেমনে জীবন গড়ি?
উপদেশ দাতার ছিল অভাব
পথ দেখাবে কে?
সফল তো সেই হবে;
পরিশ্রম করবে যে।
স্নাতক তো উচ্চ মর্যাদা
প্রতিটি পদচারণে ভয়,
কর্মের খোঁজে ছুটতে গিয়ে?
কত শক্তি যে করেছি ক্ষয়।
তবু এ সমাজ বলতে ছাড়েনি
দিয়েছে কত খোঁটা,
নির্জনে কত সয়েছি অবজ্ঞা;
সাক্ষী অশ্রু জলের ফোঁটা।
শত ব্যস্ততার মাঝেও এখন
জীবন করছি পার,
হাজারো বাঁধা করেছি অতিক্রম;
মেনে নে ইনি হার।
সর্বশেষে বলবো এখন
গৌন ছিল উদ্যম,
মূর্খ এখন ঘুম কেড়ে নেয়;
বাঁচতে শেখায় উত্তম।