স্মৃতির পাতায় রেখেছি ধরে,
ছাত্র জীবনের মত;
কর্ম জীবনের এমন আড্ডা,
না জানি থাকবে কত?
সাপ্তাহিক ছুটির দিনে,
প্রায়ই হতো আসা;
খুব দূরে না অতি নিকটে;
ছিল আমাদের বাসা।
গোধূলি লগনের পূর্ব মুহূর্তে,
সকলে হতাম একত্রিত;
কখনো কারো অনুপস্থিতি,
হৃদয়ে নাড়া দিত।
খানিক বাদেই পৌছে যেতাম,
উল্লাসে উঠতাম মেতে;
হতো নানান গল্প আর গুঞ্জন,
বাদাম খেতে খেতে।
চায়ের দোকানে হতো আড্ডা,
সাথে হালকা বিনোদন;
ক্লান্তিকর শরীর ও উগ্র মেজাজ,
সাথে ভালো হতো মন।
কখনো কারোর সুখের গল্পে,
গাইতাম সুখের গান;
কখনো বা কারোর দুঃখের পরশে,
হৃদয় হত অম্লান।
সুখ- দুঃখ আর রঙ্গ তামাশায়,
বহু সময় যেত কেটে;
সরু সেই ইস্পাতের উপর,
পাড়ি দিতাম হেঁটে হেঁটে ।
হয়তো কখনো কর্মের ব্যস্ততায়,
ওরা ভুলেই যাবে কত জন!
কোন একদিন কারো পড়বে মনে;
এই স্মৃতি মাখা "রেল স্টেশন "
লোকেশনঃ শ্রীপুর রেল স্টেশন,শ্রীপুর,গাজিপুর।