আলহামদুলিল্লাহ! ফজরের আযানে
ঘুম ভেঙে গেছে,
ভাবতেই দু'চখে জল;
আছি আমি বেঁচে।
যদি নাহি ফিরতাম
এই ক্ষণস্থায়ী ধরনীতে?
আমার কি হত রব;
পাপ পূন্য কর্মের হিতে?
জন্মেছি রব মুসলিম হয়ে
বলো তাকদীর কত ভালো!
ঈমানের বল রাখবো পুষে;
জ্বালাবো দ্বীনের আলো।
প্রস্তুতি হঠাৎ ছালাতের জন্য
মনে আত্ম শুদ্ধির ভয়,
দুর্বল ঈমানে তোমার সান্নিধ্যে;
হবেনা আমার জয়।
অশ্রু বিসর্জন আত্মা কাঁদে
মৃত্যুর ভয়ে প্রভু,
শয়তানের ধোকায় পাপিষ্ঠ মন;
পথ হারাবে না কভু।
সঠিক পথ প্রদর্শন করো
তুমি দাও ঢেলে রহমত,
হালাল হারাম ও সত্যের সাথে;
আমি থাকবো সহমত।
প্রার্থনায় চাই জাহান্নাম হতে
তুমি দাও পরিত্রাণ,
ব্যভিচারীদের থেকে রেখো দূরে;
দিও মান সম্মান।