নিদ্রিত ক্ষণে, বিষন্ন মনে,
বিবেগ দিল নাড়া,
আযানের ধ্বনি কতবার শুনি ;
তবু দিইনি সাড়া।
অশ্রু জলে, হৃদয়ে-অনল গলে
হঠাৎ হাজারো প্রশ্নের উদয়,
বিচার দিনে এই অবহেলিত কর্মে;
কখনো হবেনা জয়।
রবের করুণায় কত ভালো আছি
শুকরিয়া নেই তবু তার,
হায়রে! কপাল দুনিয়াতে এসে;
ভুলেছি নিয়ামত কতবার।
ওগো দয়াময় বিশ্ব প্রতিপালক
তোমার রহমত দাও ঢেলে,
নিরাশ হইনি শুধু চেয়েছি সময়;
দিওনা দোজখে ফেলে।
তুমি জুলুম করনা কারো প্রতি
তবু করেছি এমন পরিনতি,
যদি থাকতো বাঁধা অন্তরঙ্গে ;
তবে কেমন হতো তার গতি?
মুক্ত চিন্তার দিয়েছো মস্তিষ্ক
তবু নেই চেতনার দ্বার,
হীনতা এ তো বিবেক বিহীন ;
যেন, মেনে নিয়েছি হার।
অবশেষে ঘুমে ক্লান্ত দুচোখ
হারিয়ে যাব রুহের ভিড়ে,
তিনি যদি চান রহমতের দয়ায়;
ফিরবো তবে নীড়ে।