রমাদানের অপেক্ষায় যে
কাটছিল না দিন,
শত ব্যস্ততায় ডুবে ছিল মন;
ছালাত বিহীন।
আল্লাহর ডাকে সাড়া না দেওয়ায়
হয়েছি অভিশপ্ত,
শয়তান হয়েছে মহা খুশি;
শুধু, আমি আজ অনুতপ্ত।
ভারাক্রান্ত মনে উপলব্ধি হলো
করেছি অনেক পাপ,
কি করে বলিব ক্ষমা কর রব;
কর আমাকে মাফ।
তওবা করেছি কতবার যে
স্মৃতিতে ও নেই গাঁথা,
হয়তো আবার শুকনো গাছে;
ফুটবে নতুন পাতা।
কুয়াশাচ্ছন্ন শিশির বিন্দুতে
মুছে যাবে পাপিষ্ঠ ঘ্রাণ,
রহমতের ঐ প্রভুর ইচ্ছায়;
বৃদ্ধি পাবে সম্মান।
সরল পথে বাড়িয়েছি দু'পা
যদি না হই পথভ্রষ্ট,
খুশি হবেন রব আমার কর্মে;
তিনি বলেছেন সুস্পষ্ট।
শ্রেষ্ঠ কিতাবে হয়েছি মশগুল
অন্তর দিলাম ঢেলে,
প্রশংসা সব তোমার রব;
দেখতে পাই চোখ মেলে।