আজ চলছি একা পথে
সর্বস্ব করে ত্যাগে,
স্বপ্নময়ী এ হৃদয়খানি;
শত শত রাত জাগে।

হাড় ভাঙ্গা পরি শ্রমে
সময় করছি পার,
সফল আমি হব একদিন;
মেনে নেব না হার।

ভাবতে অবাক লাগে
আপন মানুষ কারা?
অন্তরেতে কালো বিষ;
পোষণ করে যারা?

কত বিশ্বাস যে করেছি
রেখেছিলাম এই বুকে,
বিনিময়ে তার এই প্রতিদান;
মারছে ধুঁকে ধুঁকে।

রক্তের সম্পর্কের এই দশা!
কি করে রাখবো বিশ্বাস?
কখনো তারা শুধরাবে না;
যতক্ষণ থাকবে নিঃশ্বাস।

নির্বিঘ্নে সর্বদা তাদের
কদর করেছি কত !
আজ সেই কর্ম ফলে;
শরীরে হয়েছে ক্ষত।

ক্ষত বিক্ষত শরীর সহ
ভেঙ্গে ফেলেছে মন,
কখনো এরা হতে পারেনা;
আমার "প্রিয়জন" ।