"পাখি- ২"
প্রথম দেখায় লেগেছিল ভালো,
এরপর হলো স্বপ্ন দেখা শুরু,
হৃদয় দুয়ারে রেখেছিলাম তাকে;
তাই হয়েছিলাম কবি গুরু।
প্রত্যহ তাকে নিয়ে যা ছিল,
নীল খামেতে লেখা,
বুঝতো না সে হৃদয় আবেগকে;
করতোনা কোন দেখা।
আশায় আশায় অপেক্ষার বাঁধে
ভেঙ্গে যেত সব কল্পনা,
সুখের পরশ পেত না হৃদয়;
মিছে অঙ্কিত যত জল্পনা।
নিশি কেটে ভোর হয়ে যেত
বন্ধ হতনা দুটি আঁখি,
এ যে গগনচারী নয় হৃদয় বিচরণ;
যার নাম দিয়েছি পাখি।