ভাবিতামন! চলমান প্রতিটি ক্ষণে,
উদাসীনতার হতাশায় নির্জনে,
একরাশ কল্পনার বেড়াজালে,
সীমাহীন স্বপ্নের অন্তরালে ।
একদা গড়িবো উত্তম জীবনের নীড়,
ইচ্ছে পোষা স্বপ্নগুলো জমিয়েছে ভীড়,
আপ্রাণ চেষ্টায় রাখিনি কোন ত্রুটি,
ভবিষ্যতের তাড়নায় বাধা হয়নি জুটি।
লক্ষ্য নির্ধারণে হয়েছি পল্লী ছাড়া,
কর্মের সন্ধানে হইনি আত্মহারা,
শত শত ত্যাগে দেই অশ্রু বিসর্জন,
কারনে অকারণে তবু ভেঙে ফেলে মন।
ধৈর্য সহ আজও অটুট ছাড়িনি যে হাল,
সফলতার তিক্ত পথে মিলিয়েছি তাল,
হাড় ভাঙ্গা পরিশ্রমেও করিনি মাথা নত,
হৃদয়েতে শত আঘাত করেছে যে ক্ষত।
অবহেলা, অবজ্ঞা কতই সহ্য করবো?
বিশ্বাসে যে মিলছে ধোঁকা হস্ত কার ধরবো?
হয়তো আর পারবোনা এভাবে পথ চলতে,
হার মেনে নয় বাস্তব শিক্ষায় হচ্ছে আজ বলতে।
সময় আসিবে একদিন দেব তার জবাব,
নয় সে মহাজ্ঞানী নয় সে নবাব,
আজ যেন তুচ্ছ তাই শরীরে দেয় কাঁদা,
বিচার তো হবেই কেন করেছে অমর্যাদা।
#বিদ্রঃ একজন কে অনেক সম্মান করে আপন জন দের থেকে দূরে থাকা, এবং তার হাত ধরে পথ চলা। অথচ আজ কিনা সেই ব্যক্তি কারনে -অকারণে আমার সাথে দিন-রাত খারাপ ব্যবহার করছে। অপমানিত করছে যখন তখন, প্রতিটি দিন চখের পানি বিসর্জন দিয়ে কি ঐ ব্যক্তির হাত ধরে চলা সম্ভব? এভাবে কি কোন মানুষ বাঁচতে পারে? আমি যে কি অমূল্য শিক্ষায় বড় হয়েছি তা একমাত্র আল্লাহ জানেন। সহ্যের ও নাকি সীমা থাকে সেটা অতিক্রম হয়েছে, আর নয় অবজ্ঞা, অপমানিত, সময় হয়েছে জবাব দেবার। ইনশাআল্লাহ! যে পৃথিবীতে পাঠিয়েছে রিযিক তার হাতে, এই ভরসায় বাড়িয়ে দিলাম রহমতের প্রভুর দিকে আশা-ভরসা আর দৃঢ় বিশ্বাস-একদিন সফল হবো।