এই যে মেঘ! কোথায় ছুটে চলেছো?
নাম-না-জানা বন্ধু আমি;
গন্তব্য কি বলেছো?
বলবে কেন? আমি থাকি পাতালপুরে,
তুমি থাকো অনেক দূরে।
তবে ইচ্ছে গুলো কেন জানি তোমায় কাছে পায়,
যেন তুমি হীনা মনের কথা অব্যক্ত থেকে যায়।
ও মেঘ শুনছ? তোমায় দু'চোখ ভরে দেখছি!
হৃদয়ের কথাগুলো আমি কবিতায় লিখছি।
জানো! আজ নীল অন্তরের নিচে বসে
দেখছি তোমার ভেসে যাওয়া,
অন্তিম মুহূর্তে যেন ক্লান্তি ক্ষণে;
বইছে শীতল দমকা হাওয়া।
আচ্ছা মেঘ! তুমি বলো, পলকে পলকে কেন যাচ্ছো হারিয়ে?
কতটা আর দেখব তোমায় একা দাঁড়িয়ে?
কিন্তু একি! এ যেন রঙ বে রঙের বর্ণ তোমার মুহূর্তে বদলাচ্ছে,
তোমার পাশের বন্ধু তোমায় ছেড়ে সামনের দিকে যাচ্ছে।
এত তাড়া কেন বলতো শুধু ছুটে চলেছো?
কোথায় যাচ্ছ কেন যাচ্ছ একবারও কি বলেছ?
আচ্ছা চলে যাচ্ছ যাও বলবে তো - বন্ধু আমি গেলাম চলে তুমি ভালো থেকো,
আমার কথা পড়লে মনে;
কবিতা আকারে লেখ।