ইচ্ছে ছিল, তগদিরে জুটিলে একদিন
ধরবো তাহার হাত,
সেদিন হতে কত অপেক্ষায় আমার;
কেটেছে প্রভাত।
তবু আশায় আশায় হৃদয় মাঝে
স্বপ্ন বুনে রেখেছি,
অভিমান যত ছিল তা ভুলে;
আল্পনায় ছবি এঁকেছি।
সে যে পাষাণ ও স্বার্থপর ছিলো
বোঝেনি মনের ভাষা,
কত যে আবদার করেছি আমি;
হারিয়েছি সব আশা।
একটি বারের জন্য হলেও
ভাবেনি আমার কষ্ট,
সবার মতই ধারণা করতো;
হয়তো আমি নষ্ট।
অহংকারে ডুবে থেকে সে
বুঝেছে আমায় ভুল,
কি করে বোঝাবো অব্যক্ত কথা;
ভেঙেছে মনের কূল।
স্বপ্ন সে তো সবাই দেখে
ভুল কি ছিল তাতে?
ভেঙ্গেছে এ মন প্রভাতের নামে;
হৃদয়ে আঘাতে।
তবু যে তাকে ভুলতে পারিনি
কত যে! কাব্য লিখেছি খাতায়,
অবশেষে আজ জায়গা করে;
রেখেছি স্মৃতির পাতায়।
বলবো তাকে কেন করতো
এত এত অবহেলা?
কত যে তাকে করেছি মিস;
কেটে গেছে সারাবেলা।
বিবেগ কেন এত নীচু ছিল
প্রশ্ন কর তাকে,
বেপরোয়া হয়ে ঠিকই পরেছে;
পরকীয়ার ঐ ফাঁদে।
এখনি সময় বদলে ফেলো
দৃষ্টিভঙ্গি তোমার,
মনে পড়ে যাবে ঠিক একদিন;
কোন দোষ ছিলনা আমার।
#উৎসর্গঃ মোছাঃ ওয়াত্তিহা জান্নাত নিহা