"হাসি"

এ তো সেই হাসি!
যে হাসলে সূর্য হাসে,
যার মধুমাখা মুখটা যেন;
হৃদয়েতে ভাসে।

এ তো সেই হাসি!
যে হাসলে ভালো লাগে,
যার অনুভূতিতে পুরনো সব;
স্বপ্নগুলো জাগে।

এ তো সেই হাসি!
যার চাঁদের মত আলো,
জ্যোৎস্না ছাড়ায় যাকে আমার;
লাগে অনেক ভালো।

এ তো সেই হাসি!
যে দ্বীপ্ত এক শুকতারা,
যাকে ছাড়া ভোরের আলো;
সত্যি হবে দিশেহারা।

এ তো সেই হাসি!
যার অপেক্ষায় কেটে যেত দিন,
যার আনান্দে স্বপ্নগুলো;
ছিল সীমাহীন।

এ তো সেই হাসি!
যে আমায় হাসাতো,
যার ভালোবাসার ডুব সাগরে;
আমায় ভাসাতো।

এ তো সেই হাসি!
যে দুঃখ কেড়ে নিত,
যে অন্ধকারে আলো দিয়ে;
ঘর ভরিয়ে দিত।

এ তো সেই হাসি!
যে ঘুমন্ত এক পরী,
যার ভালোবাসার ডুব সাগরে;
আমি হবো সোনার তরী।

এ তো সেই হাসি!
যে নীলপরী নীলাঞ্জনা,
আজ সে অন্য কারো;
তার কথা ভাবতে মানা।