"দ্বীনের পথে"

সুবহানাল্লাহ!  সমস্ত প্রশংসা তার,
এই  সুন্দর ধরণী যার।
কে বলে তা নিন্দিত? সে যে জ্ঞানহীন,
যে নিখুঁত করিয়া বানিয়েছে ইনসান ও জ্বীন।

কত নিয়ামত যে রয়েছে! নেই তার শেষ,
অপচয় যে নাহি রোধে, হবে নিঃশেষ।
ঘুরে ফিরে দেখ তাহা, কি আজব সৃষ্টি,
অন্তর প্রশান্ত হবে, জুড়াবে না দৃষ্টি।

আসমান ও জমিনের ঐ অপরুপ চিত্র,
পাহাড়ের গা ঘেঁষে, মেঘের ঐ মিত্র।
বিস্তীর্ণ জলরাশি! রূপকের ছোয়া,
১৮ হাজার মাখলুকাত করে শুধু দু'আ।

সকলের প্রার্থনায় যিনি করেন রহমত,
তাহার ঐ পথে এসো হও সহমত।
মরণের আগে যদি বুঝিতে না পারো,
দ্বীনের পথে এসো তুমি ছালাত নাহি ছাড়ো।

দ্বীনের শিক্ষায় দ্বীনি হও, সফল আখিরাতে,
এসো সবাই ফিরে আসি সঠিক দ্বীনের পথে।